এক বছর স্মার্টফোন না চালানোর জন্য এক লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫ লাখ টাকা) পুরস্কার পাচ্ছেন এক মার্কিন তরুণ। কোকো কোলার একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি এ পুরস্কার জিততে যাচ্ছেন।
নিউইয়র্কে ‘স্ক্রল ফ্রি ফর আ ইয়ার’ নামের একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। কোকা-কোলার অধীন ভিটামিনওয়্যার নামের একটি প্রতিষ্ঠান ওই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় অংশ নেয় নিউইয়র্কের ২৯ বছর বয়সী এলানা মুগডান।
এই প্রতিযোগিতার শর্ত ছিল, এক বছর স্মার্টফোন ব্যবহার না করা। তাতে রাজি হন এলানা মুগডান। আট মাস পূর্বে অনষ্ঠিত হওয়া প্রতিযোগিতার পর থেকে তিনি এখনো স্মার্টফোন ব্যবহার করেননি। তবে তার সাধারণ ফিচার ফোন, ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহারের সুযোগ রয়েছে।
এক বছরের শর্তের মধ্যে তিনি ইতিমধ্যে স্মার্টফোন ব্যবহার না করে আট মাস কাটিয়ে দিয়েছেন। প্রতিযোগিতায় অংশ নিতে এলানা আইফোন ৫ এস ব্যবহার ছেড়ে দেন।
গত ডিসেম্বরে ভিটামিনওয়্যার এ প্রতিযোগিতা চালু করে। চলতি বছরের ৮ জানুয়ারি প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ ছিল। প্রতিযোগিতায় এলানাকে নির্বাচিত করে ভিটামিনওয়্যার।
Comments
Post a Comment