ফেসবুকে আর দেখা যাবে না লাইক

অন্য কারও ফেসবুক পোস্টে কতটি লাইক পড়েছে তা আর দেখতে পাবেন না ব্যবহারকারীরা। টেকক্রাঞ্চের প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) প্রাথমিকভাবে অস্ট্রেলিয়াতে এ পদ্ধতির পরীক্ষা করে দেখছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, ভিউ থেকে লাইক সরিয়ে দিলে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে সামাজিক চাপ কমে। তবে যার পোস্ট তিনি কত লাইক পেলেন, তা গুনতে পারবেন। কিন্তু বাইরের কেউ তা দেখতে পাবেন না।
এ পদ্ধতি প্রথমে চালু করা হয়েছিল ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছিল, ইনস্টাগ্রামে লাইক লুকানোর পদ্ধতি পরীক্ষা করে তারা ইতিবাচক ফল পেয়েছে। তাই তারা ফেসবুকে এ পদ্ধতি চালু করবে।

ফেসবুকের এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি। তারা বলছেন, ব্যবসার দিক বিবেচনায় লাইক দেখানোটা গুরুত্বপূর্ণ।

Comments